This important note was written by Syed Woares
স্পোকেন ইংলিশ শিখুন খুব সহজে = Learn Spoken English in very easy way
1] তুমি কি ইংরেজি শিখো? Do you learn English?
2] হ্যাঁ, আমি ইংরেজি শিখি। Yes, I learn English.
3] টিনা কি তোমাদের বাড়িতে আসে? Does Tina come to your house?
4] হ্যাঁ, সে মাঝে মধ্যে / মাঝে মাঝে আসে। - Yes, she comes sometimes / now and then / at times.
{মাঝে মধ্যে / মাঝে মাঝে = Sometimes, Now and then, At times}
5] অন্য বন্ধুরাও কি তোমাদের বাড়িতে আসে? Do other friends also come to your house? {ও = Also, Too}
6] হ্যাঁ, অন্য বন্ধুরাও আমাদের বাড়িতে আসে। Yes, other friends also come to our house. বসবাস করা = Live, Reside (রিসাইড), Dwell (ডুয়েল) {Verb}
7] তুমি কি ঢাকাতে থাকো / বসবাস করো? Do you live in Dhaka? / Do you reside in Dhaka?
8] না, আমি সাভারে থাকি / বসবাস করি। No, I live in Savar. / No, I reside in Savar.
9] তুমি কি ঠিক এই বইটি খুঁজছো / খুঁজিতেছ? Is this the book you are looking for? খোঁজ করা, খোঁজা = Look for, Search {Verb}
10] হ্যাঁ, আমি ঠিক এই বইটি খুঁজছি / খুঁজিতেছি। Yes, this is the book I am looking for.
11] রিনাও কি একই বই পড়ছে / পড়িতেছে? Is Rina also reading the same book?
12] না, সেটি অন্য বই। No, that is another book. / No, that is different book.
13] আপনি কি এখন বাজারে যাইতেছেন না? Aren't you going to the market now?
14] না, আমি এখন যাচ্ছি না। No, I am not going now.
15] আপনার বাবা কি সরকারি চাকরিতে আছেন? Is your father in government service?
16] আপনার বাবা কি কোন সরকারি অফিসে চাকরি করেন? Does your father work / serve in a government office?
চাকরি করা = Work, Serve (সার্ভ)---- {Verb}
চাকরি = Job, Service {Noun}
17] না, আমার বাবা একজন ব্যবসায়ী। No, my father is a businessman / businessperson. Prepare (প্রিপেয়ার) = প্রস্তুতি নেওয়া, প্রস্তুত হওয়া {Verb}
18] তোমার ভাই কি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে / প্রস্তুত হচ্ছে? Is your brother preparing for any exam / examination?
19] হ্যাঁ, সে এমবিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। Yes, he is preparing for the MBA exam.
20] তুমি কি টিনাকে কোন চিঠি লেখেছ/ লিখেছিলে? Have you written any letter to Tina? / Did you write any letter to Tina?
21] হ্যাঁ, আমি তাকে চিঠি লিখেছি / লিখেছিলাম। Yes, I have written to her. / Yes, I wrote to her.
22] টিনা কি তোমার চিঠির উত্তর দিয়েছে? Has Tina replied to your letter? / Did Tina reply to your letter?
23] না, সে এখনো পর্যন্ত উত্তর দেয়নি। No, she hasn't replied yet. / No, she didn't reply yet.
খাওয়া = Have, Take, Eat {Verb}
Have – Had – Had; Take – Took – Taken; Eat – Ate – Eaten
24] আপনি কি লাঞ্চ খেয়েছেন? Have you taken / had your lunch?
OR
Did you take / have your lunch?
Feel (ফীল) = অনুভব করা {Verb}
Feel (ফীল) - Felt (ফেল্ট) – Felt (ফেল্ট)
25] না, আমি এখনো পর্যন্ত খিদে অনুভব করি নি কারণ আমি সকালে ভারী নাস্তা খেয়েছি / খেয়েছিলাম। No, I haven't felt hungry yet because I took / had heavy breakfast in the morning.
26] আপনি সকাল থেকে কি করছেন / করিতেছেন? What have you been doing since morning?
27] আমি সকাল থেকে এই বইটা পড়ছি / পড়িতেছি। I have been reading this book since morning.
28] গতকাল থেকে কি ওখানেও বৃষ্টি পড়ছে / পড়িতেছে? Has rain also been falling there since yesterday? / Has it also been raining there since yesterday?
থেমে থেমে =
Intermittently (ইন্টারমিটেন্টলি) {Adverb}
29] হ্যাঁ, ওখানেও গতকাল থেকে বৃষ্টি পড়ছে / পড়িতেছে। কিন্তু থেমে থেমে। Yes, rain has also been falling there since yesterday but intermittently. / Yes, it has also been raining there since yesterday but intermittently.
30] পানিটা কি অনেকক্ষণ ধরে ফুটছে / ফুটিতেছে? Has the water been boiling for a long time?
31] না, এটা অল্প ক্ষণ ধরে ফুটছে / ফুটিতেছে।No, it has been boiling for a little time.
32] তুমি কি গতকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলে? Did you get up early yesterday?
33] হ্যাঁ ম্যাডাম, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। Yes madam, I got up early yesterday.
34] তুমি কি রুটি খেয়েছিলেন? Have you had / taken / eaten bread?
OR
Did you have / take / eat bread?
35] হ্যাঁ ম্যাডাম, আমি রুটি খেয়েছিলাম। Yes madam, I have had / taken / eaten bread.
OR
Yes madam, I had / took / ate bread.
36] মিজান কি দুপুরে তোমার কাছে এসেছিলো? Did Mizan come to you at noon? দুপুর = Noon; দুপুরে = At noon
37] না, সে আমার কাছে আসেনি। No, he didn't come to me. রচনা = Essay
38] তুমি কি এই রচনাটি রাত্রে লিখেছিলে? Did you write this essay at night?
আসলে = Actually, In fact, Indeed {Adverb}
39] না, আমি লিখেনি। আসলে, আমার ভাই এটা লিখেছে / লিখেছিল। No, I didn't write it. Actually, my brother wrote it.
40] তুমি কি গতকাল কেনাকাটার জন্য বের হয়েছিলে? Did you go out for shopping yesterday?
41] হ্যাঁ, আমি গতকাল কেনাকাটার জন্য বের হয়েছিলাম। Yes, I went out for shopping yesterday.
42] তোমার ফুপু কি তোমাদের বাড়িতে গান গাইছিলেন? Was your aunt singing in your house?
43] না, আমার বোন গাইছিল / গাইতেছিল। No, my sister was singing.
তোমরা কি ইংরেজি শিখছিলে? Were you learning English?
44] হ্যাঁ, আমরা ইংরেজি শিখছিলাম / শিখতেছিলাম। Yes, we were learning English.
45] তুমি কি সিনেমা দেখতে যাওনি? Didn't you go to see a movie? / Haven't you gone to see a movie?
46] না, আমি সিনেমা দেখতে যাইনি। No, I haven't gone to see a movie? / No, I didn't go to see a movie.
47] সে কি দোকান বন্ধ করে দিয়েছে / দিয়েছিলো? Has he closed the shop? / Did he close the shop?
48] হ্যাঁ, সে দোকান বন্ধ করে দিয়েছে / দিয়েছিলো।Yes, he has closed the shop. / Yes, he closed the shop.
49] তিনি কি আপনার সঙ্গে গতকাল পর্যন্ত দেখা করেন নি? Didn't he meet you till yesterday? গতকাল = Yesterday
50] না, তিনি গতকাল পর্যন্ত আমার সঙ্গে দেখা করেন নি। No, he didn't meet me till yesterday. গত পরশু = Day before yesterday
51] তুমি কি গত পরশু খেলতে যাওনি? Didn't you go to play day before yesterday?
52] না,আমি গত পরশু খেলতে যাইনি। No, I didn't go to play day before yesterday.
53] আপনি কি দুই ঘন্টা ধরে পড়ছেন / পড়িতেছেন? Have you been reading for two hours?
54] হ্যাঁ, আমি পড়া শেষ করে সিনেমা দেখতে যাওয়ার জন্য ভাবছিলাম। Yes, after completing my studies, I was thinking of going to a cinema hall to see a movie.
55] কিন্তু টিনাও তো তোমার সঙ্গে পড়ছিল / পড়িতেছিল। But Tina was also reading with you.
56] তুমি কি খেলবে? Will you play?
57] না, আমি খেলবো না। No, I won't play. / I will not play. {Won't (ওন্ট)= Will not}
58] তুমি কি আগামীকাল আসবে? Will you come tomorrow?
59] হ্যাঁ, আমি আসবো। Yes, I will come.
60] তুমি রাতে এখানে থাকবে? Will you stay here at night?
61] না, আমি বাড়ি ফিরে যাবো। No, I will return to my house.
62] আপনি কি শুক্রবার তুষারের সঙ্গে দেখা করবেন? Will you meet Tushar on Friday?
63] না, আমি বাড়িতে আপনার জন্য অপেক্ষা করবো।No, I will wait for you at home. / No, I will be waiting for you at home.
64] তুমি কি আগামীকাল এই সময় ট্রেনে থাকবে? Will you be / stay in the train at this time tomorrow?
Be / Stay = থাকা, অবস্থান করা {Verb}
Be = থাকা, অবস্থান করা, হওয়া {Verb}
65] না, আমি আগামীকাল এই সময় বাড়িতে পৌঁছে যাবো। No, I will reach home at this time tomorrow.
66] তোমরা কি আগামীকাল এই সময় ম্যাচ খেলবে না / খেলতে থাকবে না? Won't you play the match tomorrow at this time? OR Won’t you be playing the match tomorrow at this time?
67] হ্যাঁ, আমরা আগামীকাল এই সময় ম্যাচ খেলবো / খেলতে থাকবো।
Yes, we will play the match tomorrow at this time. OR Yes, we will be playing the match tomorrow at this time.
68] তোমরা কি বারবার বনানী আসবে / আসতে থাকবে? Will you come to Banani again and again? OR Will you be coming to Banani again and again?
69] না, আমরা বারবার বনানী আসবো না / আসতে থাকবো না। No, we won't come to Banani again and again (repeatedly). OR No, we won't be coming to Banani again and again (repeatedly).
Will not = Won’t (ওন্ট)
বারবার = Repeatedly (রিপিটেডলি), Again and again {Adverb}