ইংরেজি শিখুন খুব সহজে
আমি সৈয়দ ওয়ারেস একজন অভিজ্ঞ ইংলিশ টিচার। আমার মোবাইল নাম্বার 01819-221346 এবং WhatsApp Number 01913-506567.
আমি IELTS এবং Spoken English শিখাই। আমার লেখা নোটস ও বইগুলো ভালোভাবে পড়লে এবং আমার Tips ও Suggestions গুলো সঠিকভাবে Follow করলে IELTS এ 7, 7.5, 8 Band Score করা অনেক সহজ হবে এবং খুব ভালোভাবে ইংরেজি বলতে ও লিখতে পারবেন। এছাড়া পাঁচটি IELTS Mock Test আপনাকে আপনার কাঙ্ক্ষিত IELTS Score পেতে অনেক সাহায্য করবে।
অনেকের জন্য IELTS কোর্সটি করার পূর্বে চার মাসের Spoken English কোর্সটি করা ভালো হবে। কারণ Spoken English কোর্সটি করার সময় ইংরেজিতে ভালোভাবে কথা বলতে এবং শুদ্ধ ভাবে ইংরেজি লিখতে যে নিয়মগুলো এবং ইংরেজি শব্দগুলো প্রয়োজন হয় সেগুলো শিখানো হয়। অন্যদিকে যাদের ইংরেজি ফাউন্ডেশনটা ভালো, তারা সরাসরি IELTS কোর্সটি করতে পারবেন।
এছাড়া আপনি বাড়িতে বা অফিসে বসে Google Meet App অথবা Zoom App এর মাধ্যমে অনলাইনেও ক্লাস করতে পারবেন এবং খুব ভালোভাবে শিখতে পারবেন।
এর পাশাপাশি আমি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র - ছাত্রীদের English Language, English
Literature, English Grammar পড়াই। এছাড়া O Level English এবং O Level Bengali পড়াই।
স্কুলের সমস্ত Student দেরকে খুব যত্ন করে শিখানো হয় যাতে তাদের English এর Basic Foundation টা অনেক Strong হয় এবং তারা খুব ভালোভাবে ইংরেজি বুঝতে পারে, বলতে পারে ও লিখতে পারে এবং সমস্ত পরীক্ষাগুলোতে খুব ভালো নম্বর পায়।
আরো বিস্তারিত জানতে আমার মোবাইল নাম্বার 01819-221346 তে অথবা WhatsApp Number 01913-506567 তে ফোন করুন। মতিঝিল, ঢাকা।
আমার YouTube Channel: https://www.youtube.com/channel/UCk0mZrqw8tIcYcqmvh2EcBg