প্রতিদিনের অসুবিধা --- Day-to-day difficulties

 This important note was written by Syed Woares

 

প্রতিদিনের অসুবিধা --- Day-to-day difficulties

 

আরে, কেমন আছেন? Hello, how are you?

 

খুব ভালো না। প্রতিটা জিনিসের দাম বাড়ছে / বৃদ্ধি পাচ্ছে। সবকিছুই ব্যয়বহুল / দামী হয়ে যাচ্ছে। Not so good. The price of everything is going up (increasing). All things are getting (becoming) costly.

 

বৃদ্ধি পাওয়া = Go up, Increase (ইনক্রিস) {Verb}; হওয়া = Get, Become, Be (Verb)

 

হচ্ছে / হইতেছে = Getting, Becoming, Being 

  

হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ভোজ্য তেলের দাম কমেনি বরং দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। Yes, you are right. The price of edible oil has not decreased but it is increasing day by day.  

 

ভোজ্য তেল =Edible oil (এডিবল ওয়েল) {Noun}

 

সরকারের চেষ্টা / প্রচেষ্টা সত্ত্বেও দামের উর্ধগতি থামাতে কোন ইতিবাচক ফল নেই। In spite of the government’s effort, there is no positive impact in the market to stop price hike. 

 

 চেষ্টা / প্রচেষ্টা = Effort (এফোরট) {Noun}

 

দামের উর্ধগতি / মূল্য বৃদ্ধি = Price hike (প্রাইস হাইক); মুদ্রাস্ফীতি = Inflation (ইনফ্লেশন)  

 

প্রভাব / ফল = Impact (ইমপ্যাক্ট), Result, Outcome (আউটকাম) {Noun}

  

আমার মনে হয় এই মূল্য বৃদ্ধি কিছুদিনের জন্য। কিছু দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে। I think this price is for the time being / I think this price hike is for a while. It will be normal again within (in) a few days.

 

কিছুদিনের জন্য। For the time being, For a while

 

না, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। No, I can’t agree with you.

 

দাম একবার বাড়লে তা আর কমে না। একে বলে মুদ্রাস্ফীতি। Once the price goes up, it doesn’t go down. It (This) is called inflation.

 

মুদ্রাস্ফীতি = Inflation(ইনফ্লেশন) {Noun}; একবার = Once (Adverb)

 

আসলে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে বেকারি / বেকারত্ব। In fact, the main problem of Bangladesh is unemployment.

 

বেকার = Unemployed (আনএমপ্লয়েড) Jobless {Adjective}

 

বেকারত্ববেকারি = Unemployment (আনএমপ্লমেন্ট) Joblessness {Noun}

 

আপনি কি জানেন আমাদের দেশে কতজন মানুষ বেকার? Do you know how many people are unemployed in Bangladesh?

 

না, আমি জানি না। No, I don’t know.

 

আমাদের দেশের প্রায় তিন কোটি মানুষ বেকার। About 3 crore people of our country are unemployed.

 

 

 Please read another very useful post of mine.

 

 

প্রতিদিনের অসুবিধা --- Day-to-day difficulties

  

 

Post a Comment (0)
Previous Post Next Post