Should এর ব্যবহার (How to use "Should")
উচিত ---- Should
বাংলা কোন বাক্যে ক্রিয়ার শেষে উচিত থাকলে ইংরেজি বাক্যে Verb টার পূর্বে Should ব্যবহার হবে। যেমন ---
আমার ইংরেজি শিখা উচিত। I should learn English.
Affirmative Sentence --- হ্যাঁবাচক বাক্য
Subject + Should + Verb 1 + Object (Extension)
1] You should memorize so many new English words.
আপনার / তোমার অনেক নতুন ইংরেজি শব্দ মুখস্থ করা উচিত।
2] He should come to the office on time everyday.
তার প্রতিদিন ঠিক সময়ে অফিসে আসা উচিত।
Negative Sentence ---- নাবাচক বাক্য
Subject + Should not (Shouldn’t) + Verb 1 + Object (Extension)
1] They should not disturb you.
তাদের উচিত না আপনাকে বিরক্ত করা।
2] We should not depend on the man.
আমাদের লোকটার উপর নির্ভর করা উচিত না।
Interrogative Sentence ----- প্রশ্নবোধক বাক্য
Should + Subject + Verb 1 + Object (Extension)
1] Should I discuss with him?
আমার কি তার সঙ্গে আলোচনা করা উচিত?
2] Should he take this medicine?
তার কি এই ওষুধটা খাওয়া উচিত?
Negative - Interrogative Sentence ----- নাবাচক - প্রশ্নবোধক বাক্য
Shouldn’t + Subject + Verb 1 + Object (Extension)
1] Shouldn’t you attend that program?
আপনাদের কি ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকা উচিত না?
2] Shouldn’t your sister marry the man?
আপনার বোনের কি ছেলেটিকে বিয়ে করা উচিত না?
উচিত দিয়ে কিছু বাক্য গঠন ----
1] আপনার উচিত আপনার ছেলের পড়াশোনা প্রতি যত্নবান হওয়া / লক্ষ্য রাখা। You should take care of your son’s studies.
Take care (টেক কেয়ার) = যত্নবান হওয়া {Verb}
2] তার কাজের প্রতি আরও আন্তরিক হওয়া উচিত। He should be more sincere to his work.
Sincere (সিনসিয়ার) = আন্তরিক {Adjective}
Be sincere = আন্তরিক হওয়া {Verb}
Be (বি) = হওয়া Get, Become {Verb}
3] আমার কি তার অনুরোধে রাজি হওয়া উচিত? Should I agree to his (her) request?
Agree (এগ্রি) = রাজি হওয়া, Accede (অ্যাকসিড), Concur (কনকার) {Verb}
4] আমাদের উচিত না তার প্রস্তাবটা অবজ্ঞা করা। We should not ignore his (her) proposal.
প্রস্তাব = Proposal, Offer {Noun}
Ignore (ইগনোর) = অবজ্ঞা করা, Bypass (বাইপাস), Overlook (ওভারলুক), Neglect (নেগলেক্ট) {Verb}
উন্নতি = Progress, Improvement {Noun}
5] তার উচিত তার ভাইয়ের উন্নতিতে খুশি হওয়া। He (She ) should be happy with his (her) brother’s progress.
খুশি = Happy {Adjective}; খুশি হওয়া = Be happy {Verb}
6] আমাদের হতাশ হওয়া উচিত না। We should not be disappointed.
Disappointed (ডিসঅ্যাপয়েনটেড) = হতাশ Despaired {Adjective}
Be disappointed = হতাশ হওয়া Be despaired {Verb}
7] রিনার উচিত তার বাবাকে রাজি করানো। Rina should persuade her father (dad).
Persuade (পারসোয়েড) = রাজি করানো (অন্য কাউকে) Induce {Verb}
8] আমাদের একসঙ্গে / দলবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত। We should protest together.
একসঙ্গে / দলবদ্ধভাবে = Together, In a body, In mass
9] জনগণের কি এই সরকারকে ক্ষমতাচ্যূত করা উচিত? Should the people dislodge this government?
Dislodge (ডিসলজ) = ক্ষমতাচ্যূত করা, Oust (আউস্ট), Topple (টপল), Overthrow (ওভারথ্রো) {Verb}
10] মেয়েটির এতটা আবেগপ্রবণ হওয়া উচিত না। The girl should not be so much emotional.
এতটা = So much
Emotional (ইমোশনাল) = আবেগপ্রবণ {Adjective}
Be emotional = আবেগপ্রবণ হওয়া {Verb}
11] ব্যবসাটা শুরু করার আগে মিজানের উচিত গভীরভাবে চিন্তা করা। Mizan should think deeply before starting the business.
Think deeply = গভীরভাবে চিন্তা করা Contemplate (কনটেমপ্লেট) {Verb}
12] প্রতিটি মানুষেরই পরিশ্রমী হওয়া উচিত। Every person should be industrious. / Every human being should be diligent.
Diligent (ডিলিজেন্ট) = পরিশ্রমী Industrious (ইনডাসট্রিয়াস), Labourious (লেবোরিয়াস) {Adjective}
13] আপনার মেয়ের উচিত তার লক্ষ্যের পিছনে ছোটা। Your daughter should pursue her goal (target).
Pursue (পারশু) = পিছনে ছোটা Chase (চেস), Follow (ফলো) {Verb}
Injustice = অন্যায় Wrongdoing {Noun}
14] আমাদের কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত না। We should not indulge in any injustice (wrongdoing).
Indulge in (ইনডালজ ইন) = প্রশ্রয় দেওয়া, আশকারা দেওয়া Pamper (প্যামপার) {Verb}
Pampered (প্যামপারড) = আদুরে {Adjective}
আদুরে সন্তান = Pampered child
মুখস্থ করা =
Memorize (মেমোরাইজ) {Verb}
15] প্রতিটি ছাত্রের উচিত তাদের পড়াগুলো বুঝে মুখস্থ করা। Every student should understand and memorize their lessons.
Please visit my YouTube Channel: https://www.youtube.com/channel/UCk0mZrqw8tIcYcqmvh2EcBg