Parts of Speech

 Spoken English এবং IELTS খুব ভালোভাবে শিখতে Grammar এর যে নিয়মগুলো শেখা প্রয়োজন কেবলমাত্র সেই Grammar এর নিয়মগুলো আমি (সৈয়দ ওয়ারেস স্যার) আমার শিক্ষার্থীদের শিখাই।

 

 

অপ্রয়োজনীয়  Grammar অর্থাৎ যে  Grammar গুলো Spoken English এবং IELTS শিখতে কোনো প্রয়োজন হয় না, আমি এই অপ্রয়োজনীয় Grammar গুলো আমার শিক্ষার্থীদের শিখাই না।

 

This important note was written by Syed Woares

 

Parts of Speech

 

একটি Sentence অর্থাৎ একটি বাক্য কতগুলো অংশ অর্থাৎ Parts নিয়ে গঠিত হয় তাকে Parts of Speech বলে।

 

 

ইংরেজিতে আট প্রকার Parts of Speech আছে। যেমন --- 

1] Noun, 2] Pronoun, 3] Verb, 4] Adjective, 5] Adverb, 6] Preposition, 7] Conjunction এবং 8] Interjection

 

 

 

Parts of Speech

 


Noun কাকে বলে?

 

যে সমস্ত Words অর্থাৎ শব্দগুলি কোন ব্যক্তি, বস্তু, স্থান, ভৌগোলিক বা প্রাকৃতিক জিনিস বুঝায় তাকে Noun বলে। যেমন --

Boy, Girl, Father, Mother, Tania, Sunil, Mountain, River, Ocean, Sea, Sky, Iron, Gold, Milk, Water, King, House, Dhaka, Kolkata, India, Bangladesh etc.

 

 

Pronoun কাকে বলে?

 

যখন কোন Noun বার বার ব্যবহার না করে তাকেই বোঝানোর জন্য তার জায়গায় অন্য একটি Word ব্যবহার করা হয় তাকে Pronoun বলে।

 

এক কথায় Noun এর পরিবর্তে যে Word অর্থাৎ শব্দ ব্যবহার করা হয় তাকে Pronoun বলে। যেমন ---

 

I (আমি), We (আমরা), Me (আমাকে), Us (আমাদেরকে), You (তুমি, তোমরা, আপনি, আপনারা, তোমাকে আপনাকে), He / She (সে, তিনি), His / Her (তার),  Him / Her (তাকে), They (তারা, তাহারা), Them (তাদেরকে), It (এটা, ইহা),

Its (এটার, ইহার) ইত্যাদি।   

 

Verb কাকে বলে?

 

যে কোন কাজকর্ম করাকে অর্থাৎ যে কোন Action করাকে Verb বলে।

যেমন ---

Go - যাওয়া, Come - আসা, Talk - কথা বলা, Eat – খাওয়া, Walk - হাঁটা, Sing - গান গাওয়া, Read – পড়া, Write - লেখা   

 


 

প্রতিটি Verb এর তিনটি Form থাকে। যেমন ---

 

Present Form, Past Form এবং Past Participle Form.

 

 

Present form of verb

Past form of verb

Past participle of verb

Go (গো) - যাওয়া 

Went (ওয়েন্ট) - গিয়েছিল 

Gone (গন) - গিয়েছে 

Come (কাম) - আসা

Came (কেম) - এসেছিল 

Come (কাম) - এসেছে 

Sing (সিং) - গান গাওয়া

Sang (স্যাঙ) - গান গেয়েছিল

Sung (সাঙ) - গান গেয়েছে

Eat (ইট) খাওয়া    

Ate (এট) – খেয়েছিল

Eaten (ইটেন) - খেয়েছে

Write (রাইট) - লেখা      

Wrote (রোট) -লিখেছিল

Written (রিটেন) - লিখেছে   

Lend (লেন্ড) - ধার দেওয়া 

Lent (লেন্ট) - ধার দেওয়া হয়েছিল 

Lent (লেন্ট) - ধার দেওয়া হয়েছে 

Read (রিড) –  পড়া

Read (রেড) - পড়েছিল 

Read (রেড) - পড়েছে 

Walk (ওয়াক) - হাঁটা

Walked (ওয়াকড) - হেঁটেছিল   

Walked (ওয়াকড) - হেঁটেছে   

Talk (টক) - কথা বলা  

Talked (টকড) - কথা বলেছিল

Talked (টকড) - কথা বলেছে

 

Adjective কাকে বলে?

 

যে Word অর্থাৎ শব্দ কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।

 যেমন ---

 

Good - ভালো, Bad-খারাপ, Tall - লম্বা, Short - ছোট (খাটো), Fat - মোটা, Beautiful - সুন্দর, Honest - সৎ, Proper - সঠিক

 

 

 Adverb কাকে বলে?

 

যে সব Word বা শব্দ কোন Verb বা Adjective কে বিশেষভাবে জোর দেয় তাকে Adverb বলে। যেমন ---

 

Honestly - সৎভাবে, Properly - সঠিকভাবে, Beautifully - সুন্দরভাবে,

Cleanly - পরিষ্কারভাবে, Wrongly - ভুলকরে, Well - ভালোভাবে, Very - খুব,  

Fast - দ্রুতভাবে

 

বেশিরভাগ Adverb গুলোর শেষে LY যুক্ত থাকে। আমাদের মনে রাখা উচিত যে বেশিরভাগ Adverb গুলো Adjective থেকে  গঠিত হয়। এইক্ষেত্রে উক্ত Adjective টির সঙ্গে LY যুক্ত করলেই Adjective টি Adverb পরিণত হয়ে যাবে। যেমন ---

 

Proper = সঠিক = Adjective

 

Properly = সঠিকভাবে = Adverb

 

Honest = সৎ = Adjective

 

Honestly = সৎভাবে = Adverb

 

Beautiful = সুন্দর = Adjective

 

Beautifully = সুন্দরভাবে =Adverb

 

Preposition কাকে বলে?

 

যে সকল শব্দ সাধারণত Noun অথবা Pronoun এর সামনে বসে Noun অথবা Pronoun এর সাথে Sentence এর অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে Preposition বলা হয়। যেমন ---

 

In = মধ্যে / তে, With = সঙ্গে / সাথে, Under = নীচে / তলায়, Before = পূর্বে / সামনে, After = পরে, From = থেকে / হইতে, For = ধরে / জন্য / পক্ষে, Of = , At = তে, To = দিকে / প্রতি, On = উপরে, About = সম্বন্ধে / সম্পর্কে / প্রায়,

By =দ্বারা / পাশে, Behind = পিছনে, Along = ধরে (রাস্তার ক্ষেত্রে), 

Through = (থ্রু) মাধ্যমে / মধ্য দিয়ে, Down = নীচে, Up = উপরে, Over = উপরে

 

"To" এই Preposition টি ছাড়া যদি অন্য কোন Preposition কোন Verb এর আগে অর্থাৎ পূর্বে বসে তাহলে Verb টি ing যুক্ত হয়ে যাবে।  যেমন ----

 

 After Coming = আসার পরে [After come হবে না]


Before eating = খাওয়ার আগে / পূর্বে [Before eat হবে না] 

 

কিন্তু To" এই Preposition টির পরে কোন Verb বসলে সবসময় Verb টির Present form অর্থাৎ Verb 1 টা বসবে। Verb এর সঙ্গে ing যুক্ত হবে না। যেমন ---

I want to go there. = আমি সেখানে যেতে চাই। [I want to going there হবে না]

 

I need to have lunch now. = আপনার এখন দুপুরের খাবার খাওয়া দরকার। 

 

[I need to having lunch now হবে না]

 

Conjunction কাকে বলে?

 

যে সব শব্দ অর্থাৎ Word দুই অথবা দুইয়ের অধিক বাক্যকে যুক্ত করে তাকে Conjunction বলে। যেমন ---

 

And = এবং, But = কিন্তু, Or = অথবা, Because = কারণ

 

1] সে রাতে ভাত খায় না কিন্তু আমি খাই।

 

He does not eat rice at night but I eat.

 

2] তিনি আজ অফিসে যান নি কারণ তিনি অসুস্থ।

  

He did not go to office today because he was sick.

 

3] আপনি একজন ভালো মানুষ এবং আপনার ছেলেও একজন ভালো মানুষ।

 

You are a good person and your son is also a good person.

 

 

Interjection কাকে বলে?

 

যে সব শব্দ অর্থাৎ Word গুলো কোন মানুষের আবেগ, অনুভূতি, আশ্চর্য, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে Interjection বলে। Interjection Word গুলোর পরে সবসময় Exclamation mark অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন বসে।

  

যেমন ---

 

Alas! (অ্যালাস) = হায়!

 

Bravo! (ব্রাভো) = সাবাশ!

 

Fi! (ফি) = ছি


Oh! (ওহো) = আহা!

 

Hurrah! (হুরা) = হুররে! ইত্যাদি। 

 

আটটি Parts of Speech এর মধ্যে Noun, Verb, Adjective এবং Adverb এই চারটির মধ্যে পারস্পরিক পার্থক্য জানা অত্যন্ত জরুরী। 

 

Noun

Verb

Adjective

Adverb

Success (সাকসেস) - সফলতা / সাফল্য

Succeed (সাকসীড) -

সফল হওয়া

Successful

(সাকসেসফুল) - 

সফল

Successfully

(সাকসেসফুলি) -

সফলভাবে

 

1] আমি জীবনে সফলতা / সাফল্য পেতে চাই। I want to get success in life.

 

2] আমি এই কাজে সফল হবো। I will succeed in this work

 

মিঃ সুনীল একজন সফল ব্যবসায়ী। Mr. Sunil is a successful businessman.

 

আমি সফলভাবে প্রতিটি  দায়িত্ব পালন করি। I obey every duty (responsibility) successfully.

 

দায়িত্ব = Duty, Responsibility {Noun}

 

Noun

Verb

Adjective

Adverb

Satisfaction (স্যাটিসফ্যাকশন) - সন্তুষ্টি,

তৃপ্তি

Satisfy (স্যাটিসফাই) -  সন্তুষ্ট করা, তৃপ্তি দেওয়া    

Satisfactory

(স্যাটিসফ্যাকটরি)-

তৃপ্তিদায়ক, সন্তোষজনক

Satisfactorily

(স্যাটিসফ্যাকটোরিলি)

তৃপ্তিসহকারে,  সন্তোষজনকভাবে

 

তার সন্তুষ্টির জন্য  আমি এটা করেছি। I did this for his satisfaction. 

 

তার আচরণ / ব্যবহার আপনাকে সন্তুষ্ট করবে। His behaviour will satisfy you.

 

তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেনি। He could not give satisfactory answer.

 

আপনি সন্তোষজনকভাবে আপনার দায়িত্ব পালন করেছেন। You performed your duty satisfactorily.

8

Perform (পারফর্ম) = পালন করা (কোন দায়িত্ব, ভালো কাজ ইত্যাদি) {Verb}

 

 

Noun

Verb

Adjective

Adverb

Oppression (অপ্রেসন) – অত্যাচার

Oppress (অপ্রেস) - অত্যাচার করা

Oppressive (অপ্রেসিভ) -  অত্যাচারী

Oppressively (অপ্রেসিভলি) - অত্যাচারের সঙ্গে

 

আমি আপনার অত্যাচার সহ্য করবো না। I will not tolerate your oppression.

 

Tolerate (টলারেট) = সহ্য করা {Verb}

 

তুমি প্রায়ই আমার উপর অত্যাচর করো। You oppress me often.

 

Often (অফেন) = প্রায়ই (UK English); Often (অফটেন) = প্রায়ই (USA English)

 

হিটলার একজন অত্যাচারী শাসক ছিলেন। Hitler was an oppressive ruler.

 

ব্রিটিশরা অত্যাচারের সঙ্গে এই দেশ শাসন করতো। The British ruled this country oppressively.

 

Rule (রুল) = শাসন করা {Verb}


Please visit my YouTube channel: https://www.youtube.com/channel/UCk0mZrqw8tIcYcqmvh2EcBg




Post a Comment (0)
Previous Post Next Post