Spoken English এবং IELTS খুব ভালোভাবে শিখতে Grammar এর যে নিয়মগুলো শেখা প্রয়োজন কেবলমাত্র সেই Grammar এর নিয়মগুলো আমি (সৈয়দ ওয়ারেস স্যার) আমার শিক্ষার্থীদের শিখাই।
অপ্রয়োজনীয় Grammar অর্থাৎ যে Grammar গুলো Spoken English এবং IELTS শিখতে কোনো প্রয়োজন হয় না, আমি এই অপ্রয়োজনীয় Grammar গুলো আমার শিক্ষার্থীদের শিখাই না।
This important note was written by Syed Woares
Present Continuous Tense
যে কাজটি এখন চলিতেছে অর্থাৎ চলমান অবস্থায় আছে অর্থাৎ যে কাজটি আমি অথবা আমার পারিপার্শ্বিক মানুষজন এখন করছে বা করিতেছে তাকে Present Continuous Tense বলে। যেমন ---
Present Continuous Tense এ Am, Is, Are ব্যবহার হবে তারপর Verb টির সঙ্গে ing যুক্ত হবে। যেমন ----
আমি এখন ভাত খাচ্ছি / খাইতেছি। I am eating rice now.
আমরা চার ভাবে কথা বলি। যেমন ---
1] Affirmative Sentence ----- হ্যাঁবাচক বাক্য
ছেলেটি এখন ক্রিকেট খেলছে / খেলিতেছে। The boy is playing cricket now.
2] Negative Sentence ----- নাবাচক বাক্য
ছেলেটি এখন ক্রিকেট খেলছে না/খেলিতেছে না। The boy is not playing cricket now.
3] Interrogative Sentence ----- প্রশ্নবোধক বাক্য
ছেলেটি কি এখন ক্রিকেট খেলছে /খেলিতেছে ? Is the boy playing cricket now?
4] Negative – Interrogative Sentence ---- নাবাচক - প্রশ্নবোধক বাক্য
ছেলেটি কি এখন ক্রিকেট খেলছে না / খেলিতেছে না? Isn’t the boy playing cricket now?
{Am not = Ain’t, Is not = Isn’t, Are not = Aren’t}
Am, Is এবং Are এর ব্যবহার –
Am |
Is |
Are |
Am কেবলমাত্র I এর সঙ্গে ব্যবহার করা হয়। |
He, She, It, This, That এবং যে কোন একজন ব্যক্তি বা বস্তুর সঙ্গে Is ব্যবহার হবে। যেমন -- ছেলেটি - The boy আমার ছেলে - My son তার চাচা - His uncle আপনার মেয়ে - Your daughter রিনা - Rina |
We, You, They, These, Those এবং একের অধিক ব্যক্তি বা বস্তু সঙ্গে Are ব্যবহার হবে। যেমন -- ছেলেগুলো - The boys আমার ছেলেরা - My sons তার চাচারা - His uncles আপনার মেয়েরা - Your daughters টিনা ও রিনা - Tina and Rina |
Present Continuous Tense এর
Affirmative Sentence ----- হ্যাঁবাচক বাক্য
Subject +am / is / are + Verb + ing + Object (Extension)
1] He is going to your house.
তিনি আপনার বাড়িতে যাচ্ছেন / যাইতেছেন।
2] I am talking to Mizan over phone.
আমি মিজানের সঙ্গে ফোনে কথা বলছি / বলিতেছি।
3] My son is watching the game on television.
আমার ছেলে টিভিতে খেলা দেখছে / দেখিতেছে।
4] They are eating (having) lunch now.
তারা এখন দুপুরের খাবার খাচ্ছে / খাইতেছে।
Negative Sentence ----- নাবাচক বাক্য
Subject +ain’t / isn’t / aren’t + Verb + ing + Object (Extension)
1] He isn’t going to your house.
তিনি আপনার বাড়িতে যাচ্ছেন না / যাইতেছেন না।
2] I ain’t talking to Mizan over phone.
আমি মিজানের সঙ্গে ফোনে কথা বলছি না / বলিতেছি না।
3] My son isn’t watching the game on television.
আমার ছেলে টিভিতে খেলা দেখছে না / দেখিতেছে না।
4] They aren’t eating (having) lunch now.
তারা এখন দুপুরের খাবার খাচ্ছে না / খাইতেছে না।
Interrogative Sentence ----- প্রশ্নবোধক বাক্য
Am / Is / Are + Subject + Verb + ing + Object (Extension)
1] Is he going to your house?
তিনি কি আপনার বাড়িতে যাচ্ছেন / যাইতেছেন?
2] Am I talking to Mizan over phone?
আমি কি মিজানের সঙ্গে ফোনে কথা বলছি / বলিতেছি?
3] Is my son watching the game on television?
আমার ছেলে কি টিভিতে খেলা দেখছে / দেখিতেছে?
4] Are they eating (having) lunch now?
তারা কি এখন দুপুরের খাবার খাচ্ছে / খাইতেছে?
Negative – Interrogative Sentence ---- নাবাচক - প্রশ্নবোধক বাক্য
Ain’t / Isn’t / Aren’t + Subject + Verb + ing + Object (Extension)
1] Isn’t he going to your house?
তিনি কি আপনার বাড়িতে যাচ্ছেন না / যাইতেছেন না?
2] Ain’t I talking to Mizan over phone?
আমি কি মিজানের সঙ্গে ফোনে কথা বলছি না / বলিতেছি না?
3] Isn’t my son watching the game on television?
আমার ছেলে কি টিভিতে খেলা দেখছে না / দেখিতেছে না?
4] Aren’t they eating (having) lunch now?
তারা কি এখন দুপুরের খাবার খাচ্ছে না / খাইতেছে না?
Present Continuous Tense এর সাহায্যে বিভিন্ন ধরনের বাক্য গঠন ---
1] তারা ঐ অনুষ্ঠানে যাচ্ছে / যাইতেছে। (হ্যাঁবাচক বাক্য)
They are going to that occasion.
Occasion (অকেশন) = অনুষ্ঠান Ceremony (সেরিমনি), Program {Noun}
2] তারা ঐ অনুষ্ঠানে যাচ্ছে না / যাইতেছে না। (নাবাচক বাক্য)
They aren’t going to that occasion.
3] তারা কি ঐ অনুষ্ঠানে যাচ্ছে / যাইতেছে? (প্রশ্নবোধক বাক্য)
Are they going to that occasion?
4] তারা কি ঐ অনুষ্ঠানে যাচ্ছে না / যাইতেছে না? (নাবাচক - প্রশ্নবোধক বাক্য)
Aren’t they going to that occasion?
Prepare (প্রিপেয়ার) = প্রস্তুত হওয়া, তৈরি করা {Verb}
5] রাজু এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে / হইতেছে।
Raju is preparing for the SSC exam.
6] রাজু এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না / হইতেছে না।
Raju isn’t preparing for the SSC exam.
7] রাজু কি এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে / প্রস্তুত হইতেছে?
Is Raju preparing for the SSC exam?
8] রাজু কি এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না / হইতেছে না?
Isn’t Raju preparing for the SSC exam?
Bath (বাথ) = গোসল, স্নান Shower {Noun}
Take a bath (টেক আ বাথ), Take a shower = গোসল করা Bathe (বেদ)
9] তুমি কি এখন গোসল / স্নান করছো / করিতেছো?
Are you taking a bath now? / Are you taking a shower now?
10] তুমি কি এখন গোসল / স্নান করছো না / করিতেছো না?
Aren’t you taking a bath now? / Aren’t you taking a shower now?
11] হ্যাঁ, আমি এখন গোসল / স্নান করছি / করিতেছি।
Yes, I am taking a bath now. / Yes, I am taking a shower now.
12] না, আমি এখন গোসল / স্নান করছি না / করিতেছি না।
No, I am not taking a bath now. / No, I am not taking a shower now.
Investigate (ইনভেসটিগেট) = তদন্ত করা Look into {Verb}
Incident (ইনসিডেন্ট) = ঘটনা Event (ইভেন্ট) {Noun}
13] পুলিশ কি ঘটনাটির তদন্ত করছে / করিতেছে?
Are the police investigating the incident?
14] হ্যাঁ, তারা ঘটনাটির তদন্ত করছে / করিতেছে।
Yes, they are investigating the incident sincerely (seriously).
আন্তরিকভাবে = Sincerely (সিনসিয়ারলি), Seriously {Adverb}
আন্তরিক = Sincere (সিনসিয়ার), Serious {Adjective}
15] না, তারা তদন্ত করছে না / করিতেছে না।
No, they are not investigating.
Laugh at (লাফ অ্যাট) = উপহাস করা, বিদ্রুপ করা Mock (মক), Deride (ডিরাইড), Make fun {Verb}
16] তোমার বোন কি আমাকে উপহাস করছে / করিতেছে?
Is your sister laughing at me? / Is your sister making fun of me? / Is your sister mocking me?
17] তোমার বোন কি আমাকে উপহাস করছে না / করিতেছে না?
Isn't your sister laughing at me? / Isn't your sister making fun of me? / Isn’t your sister mocking me?
18] হ্যাঁ, আমার বোন আপনাকে উপহাস করছে।
Yes, my sister is laughing at you. / Yes, my sister is making fun of you. / Yes, my sister is mocking you.
19] না, আমার বোন আপনাকে উপহাস করছে না / করিতেছে না।
No, my sister isn’t laughing at you. / No, my sister isn’t making fun of you. / No, my sister is not mocking you.
Chat (চ্যাট) = আড্ডা মারা, গল্পগুজব করা Gossip (গসিপ) {Verb}
20] সুনীল কি তোমাদের সঙ্গে আড্ডা মারছে / গল্পগুজব করছে?
Is Sunil chatting with you? / Is Sunil gossiping with you?
21] হ্যাঁ, সে আমাদের সঙ্গে আড্ডা মারছে / গল্পগুজব করছে।
Yes, he is chatting with us. / Yes, he is gossiping with us.
Run (রান) = চালানো, পরিচালনা করা (ব্যবসার ক্ষেত্রে), দৌড়ানো {Verb}
22] আপনি কি এখনো আমদানী-রপ্তানীর ব্যবসা করছেন / করিতেছেন?
Are you still running import-export business?
না, আমি এখন অন্য ব্যবসা করছি / করিতেছ।
No, I am running another business now.
Wrap up = গুটিয়ে ফেলা Wind up (উয়িন্ড আপ) {Verb}
23] তিনি কি ট্রাভেলিং ব্যবসাটি গুটিয়ে ফেলছেন / ফেলিতেছেন?
Is he winding up the traveling business?
OR
Is he wrapping up the traveling business?
24] তিনি কি ট্রাভেলিং ব্যবসাটি গুটিয়ে ফেলছেন না / ফেলিতেছেন না?
Isn't he winding up the traveling business?
OR
Isn’t he wrapping up the traveling business?
25] না, তিনি ট্রাভেলিং ব্যবসাটি গুটিয়ে ফেলছেন না / ফেলিতেছেন না।
No, he is not winding up the traveling business.
OR
No, he is not wrapping up the traveling business.
Blow (ব্লো) = প্রবাহিত হওয়া (বাতাসের ক্ষেত্রে) {Verb}
Flow (ফ্লো) = বয়ে যাওয়া (পানির ক্ষেত্রে) {Verb}
26] বাইরে জোরে বাতাস বইছে।
The wind is blowing hard (fast) outside.
Hard (হার্ড) = জোরে, দ্রুত Fast {Adverb}
Hard (হার্ড) = কঠিন Solid (সলিড) {Adjective}
27] ঢাকার পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী বয়ে যাচ্ছে / প্রবাহিত হচ্ছে।
The Buriganga River is flowing by the side of Dhaka.
By = পাশে, দ্বারা, দিয়ে {Preposition}
Come back (কাম ব্যাক) = ফিরে আসা Return (রিটার্ন) {Verb}
28] আপনাদের অফিসের এমডি কি আজ ঢাকাতে ফিরে আসছেন?
Is the MD of your office coming back to Dhaka today? OR
Is the MD of your office returning to Dhaka today?
29] আপনাদের অফিসের এমডি কি আজ ঢাকাতে ফিরে আসছেন না?
Isn’t the MD of your office coming back to Dhaka today?
OR
Isn’t the MD of your office returning to Dhaka today?
30] হ্যাঁ, আমাদের এমডি আজ ঢাকাতে ফিরে আসছেন।
Yes, our MD is coming back to Dhaka today.
OR
Yes, our MD is returning to Dhaka today.
Increase (ইনক্রিস) = বৃদ্ধি পাওয়া Go up, Rise {Verb}
Decrease (ডিক্রিস) = কমে যাওয়া Do down, Decline, Fall {Verb}
দিনের পর দিন = Day by day
31] চালের দাম দিনের পর দিন / প্রতি দিন বাড়ছে / বাড়িতেছে।
The price of rice is increasing day by day.
OR
The price of rice is going up day by day.
32] চিনির দাম কি কমছে / কমিতেছে?
Is the price of sugar decreasing?
OR
Is the price of sugar going down?
ক্ষতিগ্রস্ত = Affected, Victim (ভিকটিম)
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন The flood affected people, The flood victims
33] সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ঠিকভাবে সাহায্য করছে না / করিতেছে
না। The government is not helping the flood affected people properly.
Show (শো) = দেখানো (অন্য কাউকে) {Verb}
See (সী) = দেখা (নিজে) {Verb}
34] আপনি আমাকে ভালো ডিজাইনের শাড়িগুলো দেখাচ্ছেন না।
You are not showing me fashionable (stylish) saris.
ভালো ডিজাইনের শাড়ি = Fashionable sari / Stylish sari
Fall (ফল) = পড়ে যাওয়া, পতিত হওয়া {Verb}
35] বাইরে কি বৃষ্টি পড়ছে / পড়িতেছে?
Is rain falling outside? / Is it raining outside?
36] বাইরে কি বৃষ্টি পড়ছে না / পড়িতেছে না?
Isn’t rain falling outside? / Isn’t it raining outside?
37] হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে / পড়িতেছে।
Yes, rain is falling outside. / Yes, it is raining outside.
38] না, বাইরে বৃষ্টি পড়ছে না / পড়িতেছে না।
No, rain is not falling outside. / No, it is not raining outside.
39] আপনার ভাগ্নে আমার অনেক উপকার করছে / করিতেছে।
Your nephew is doing me a lot of favors (favours).
উপকার = Favor (American spelling); উপকার = Favour (British spelling)
Nephew (নেফিউ) = ভাগ্নে, ভাইপো {Noun}
Niece (নিস) = ভাগ্নী, ভাইঝি {Noun}
Interrupt (ইনটারাপ্ট) = বাধা দেওয়া Intercept (ইনটারসেপ্ট) {Verb}
40] আমি আপনাকে কথা বলতে বাধা দিচ্ছি না।
I am not interrupting you to talk.
Take place = ঘটা, অনুষ্ঠিত হওয়া Occur (অকার), Happen (হ্যাপেন), Transpire (ট্রানসপায়ার) {Verb}
41] মেলাটা রমনা পার্কে অনুষ্ঠিত হচ্ছে / হইতেছে।
The fair is taking place at (in) Ramna Park. OR
The fair is occurring at (in) Ramna Park.
Pretend (প্রিটেন্ড) = ছলনা করা ভনিতা করা, ঢঙ করা Feign (ফেন) {Verb}
At all = আদৌ, মোটেই
42] আমি আপনার সঙ্গে আদৌ / মোটেই ছলনা / ভণিতা করছি না / করিতেছি না। I am not pretending with you at all.
Compel (কমপেল) = বাধ্য করা Force {Verb}
Quit (কুয়িট) = ছেড়ে দেওয়া, ত্যাগ করা {Verb}
43] তার মালিক তাকে বাধ্য করছেন চাকরিটা ছেড়ে দিতে।
His boss is compelling him to quit his job. OR
His boss is forcing him to quit his job.
মালিক = Boss {Noun}
Plunder (প্লান্ডার) = লুটপাট করা, লুন্ঠন করা Rob (রব), Loot {Verb}
Corrupt (করাপ্ট) = দূর্নীতিবাজ, দূর্নীতিগ্রস্ত, অসৎ Dishonest (ডিসঅনেস্ট)
44] কিছু দুর্নীতিবাজ মানুষ দেশটাকে লুঠ করছে / করিতেছে।
Some corrupt people are plundering the country. OR
Some corrupt people are looting the country.
Profit (প্রফিট) = মুনাফা, লাভ {Noun}
Make profit (মেক প্রফিট) = মুনাফা করা, লাভ করা {Verb}
45] তিনি এই ব্যবসাতে অনেক / প্রচুর মুনাফা / লাভ করছেন / করিতেছেন।
He is making a lot of profit in this business.
Sweat (সোয়েট) = ঘামা, ঘেমে যাওয়া {Verb}
46] আপনি খুব / প্রচন্ড ঘামছেন / ঘামিতেছেন।
You are sweating a lot.
Altercate (অলটারকেট) = তর্ক করা Argue (আরগু) {Verb}
47] মিঃ মিজান এই বিষয়টি নিয়ে তার বন্ধুর সঙ্গে তর্ক করছেন / করিতেছেন।
Mr. Mizan is arguing (altercating) with his friend about this matter.
Suffocate (সাফোকেট) = শ্বাসরোধ হওয়া, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন {Verb}
48] এই ঘরটির পরিবেশ আমার শ্বাসরুদ্ধ করছে।
The environment (atmosphere) of this room is suffocating me.
পরিবেশ = Environment, Atmosphere {Noun}
Float (ফ্লোট) = ভাসা, ভাসমান হওয়া {Verb}
49] একটি মৃতদেহ নদীতে ভাসছে।
A dead body is floating in the river.
50] মেয়েটি এখন সাজগোজ করছে / করিতেছে। The girl is dressing now.
Dress (ড্রেস) = সাজগোজ করা {Verb}
Present Indefinite Tense এবং Present Continuous Tense এর মধ্যে পার্থক্য ----
Present Indefinite Tense
যে কাজগুলো আমাদের অভ্যাস।
|
Present Continuous Tense
যে কাজগুলো আমরা এখন করছি অর্থাৎ যে কাজগুলো এখন চলমান অবস্থায় আছে।
|
1] আমি ভাত খাই।
I eat rice.
|
1] আমি ভাত খাচ্ছি / খাইতেছি।
I am eating rice.
|
2] আমি ভাত খাই না।
I don't eat rice.
|
2] আমি ভাত খাচ্ছি না / খাইতেছি না। I am not eating rice.
|
3] আমি কি ভাত খাই?
Do I eat rice?
|
3] আমি কি ভাত খাচ্ছি / খাইতেছি? Am I eating rice?
|
4] আমি কি ভাত খাই না?
Don’t I eat rice?
|
4] আমি কি ভাত খাচ্ছি না / খাইতেছি না? Amn’t I eating rice?
|
Present Indefinite Tense
যে কাজগুলো আমাদের অভ্যাস।
|
Present Continuous Tense
যে কাজগুলো আমরা এখন করছি অর্থাৎ যে কাজগুলো এখন চলমান অবস্থায় আছে।
|
1] তিনি নয়টার সময় অফিসে যান। He goes to the office at 9 am.
|
1] তিনি এখন অফিসে যাচ্ছেন / যাইতেছেন। He is going to the office now.
|
2] তিনি নয়টার সময় অফিসে যান না। He doesn’t go to the office at 9 am.
|
2] তিনি এখন অফিসে যাচ্ছেন না / যাইতেছেন না। He isn't going to the office now.
|
3] তিনি কি নয়টার সময় অফিসে যান? Does he go to the office at 9 am?
|
3] তিনি কি এখন অফিসে যাচ্ছেন / যাইতেছেন? Is he going to the office now?
|
4] তিনি কি নয়টার সময় অফিসে যান না? Doesn’t he go to the office at 9 am?
|
4] তিনি কি এখন অফিসে যাচ্ছেন না / যাইতেছেন না? Isn't he going to the office now?
|
Present Indefinite Tense
যে কাজগুলো আমাদের অভ্যাস।
|
Present Continuous Tense
যে কাজগুলো আমরা এখন করছি অর্থাৎ যে কাজগুলো এখন চলমান অবস্থায় আছে।
|
|
|
|
|
1] ছেলেটা ইংরেজি শিখে।
The boy learns English.
|
1] ছেলেটা ইংরেজি শিখছে / শিখিতেছে।
The boy is learning English.
|
2] ছেলেটা ইংরেজি শিখে না।
The boy doesn't learn English.
|
2] ছেলেটা ইংরেজি শিখছে না / শিখিতেছে না।
The boy isn’t learning English.
|
3] ছেলেটা কি ইংরেজি শিখে?
Does the boy learn English?
|
3] ছেলেটা কি ইংরেজি শিখছে / শিখিতেছে?
Is the boy learning English?
|
4] ছেলেটা কি ইংরেজি শিখে না? Doesn't the boy learn English?
|
4] ছেলেটা কি ইংরেজি শিখছে না / শিখিতেছে না? Isn't the boy learning English?
|
Present Indefinite Tense
|
Present Continuous Tense
|
1] ছেলেগুলো ইংরেজি শিখে।
The boys learn English.
|
1] ছেলেগুলো ইংরেজি শিখছে / শিখিতেছে। The boys are learning English.
|
2] ছেলেগুলো ইংরেজি শিখে না।
The boys don't learn English.
|
2] ছেলেগুলো ইংরেজি শিখছে না / শিখিতেছে না। The boys aren't learning English.
|
3] ছেলেগুলো কি ইংরেজি শিখে?
Do the boys learn English?
|
3] ছেলেগুলো কি ইংরেজি শিখছে / শিখিতেছে? Are the boys learning English?
|
4] ছেলেগুলো কি ইংরেজি শিখে না? Don't the boys learn English?
|
4] ছেলেগুলো কি ইংরেজি শিখছে না / শিখিতেছে না? Aren't the boys learning English?
|