Present Indefinite Tense

 Spoken English এবং IELTS খুব ভালোভাবে শিখতে Grammar এর যে নিয়মগুলো শেখা প্রয়োজন কেবলমাত্র সেই Grammar এর নিয়মগুলো আমি (সৈয়দ ওয়ারেস স্যার) আমার শিক্ষার্থীদের শিখাই। 

 

অপ্রয়োজনীয়  Grammar অর্থাৎ যে  Grammar গুলো Spoken English এবং IELTS শিখতে কোনো প্রয়োজন হয় না, আমি এই অপ্রয়োজনীয় Grammar গুলো আমার শিক্ষার্থীদের শিখাই না।

 

 

Present Indefinite Tense

 

This important note was written by Syed Woares

 

Present Indefinite Tense

 

যে কাজগুলো আমাদের অভ্যাস অর্থাৎ যে কাজগুলো আমি অথবা আমার পারিপার্শ্বিক লোকজন প্রায়ই করে অথবা মাঝেমাঝে করে তাকে Present Indefinite Tense বলে। যেমন ---

 

 আমরা চার ভাবে কথা বলি। যেমন ---

 

Affirmative Sentence - হ্যাঁবাচক বাক্য

 

1] ছেলেটা এই স্কুলে পড়ে। The boy reads in this school. 

 

2] আমরা এই স্কুলে পড়ি। We read in this school. 

 

Negative Sentence - নাবাচক বাক্য

 

1] ছেলেটা এই স্কুলে পড়ে না। The boy does not read in this school. 

 

2] আমরা এই স্কুলে পড়ি না। We do not read in this school. 

 

Interrogative Sentence - প্রশ্নবোধক বাক্য

 

1] ছেলেটা কি এই স্কুলে পড়ে? Does the boy read in this school? 

 

2] আমরা কি এই স্কুলে পড়ি? Do we read in this school? 

 


Negative - Interrogative Sentence -- নাবাচক - প্রশ্নবোধক বাক্য

 

1] ছেলেটা কি এই স্কুলে পড়ে না? Doesn't the boy read in this school? 

 

2] আমারা কি এই স্কুলে পড়ি না? Don't we read in this school? 

 

Third person singular number কাকে বলে?

 

I (আমি) এবং You (তুমি / আপনি) বাদে পৃথিবীর যে কোন একজন ব্যক্তি বা বস্তুকে Third person singular number বলে। যেমন --- 

 

He, She, It, Tina, My mother, His father, The pen, The house, My friend, The book, The boy, The girl etc.

 

I (আমি) এবং You (তুমি / আপনি) যদিও একজন ব্যক্তি কিন্তু এই দুই জনকে Third person singular number ধরা হয় না। কারণ

 

I কে First person এবং You কে Second person ধরা হয়। 

 

Third person singular number এর কাজ---

 

Present Indefinite Tense এর হ্যাঁবাচক বাক্যে যদি Subject টা Third person singular number হয় তাহলে Verb টার সঙ্গে ‘S’ অথবা ‘ES’ যুক্ত হবে।  যেমন ---

1] আমার স্বামী আপনাকে পছন্দ করেন। My husband likes you.

 

2] রিনা প্রায়ই আমাদের বাড়িতে আসে। Rina comes to our house often.

 

3] তার বাবা কানাডায় বসবাস করেন।His father lives in Canada.

 

4] তিনি টার সময় অফিসে যান। He goes to the office at 9 O’clock.

 

কিন্তু Present Indefinite Tense এর হ্যাঁবাচক বাক্যে যদি Subject টা Third person singular number না হয়ে অন্য কোন Person হয় অর্থাৎ Subject টা I, You সহ যদি একের অধিক ব্যক্তি বা বস্তু হয়। তাহলে Verb এর সঙ্গে 'S' অথবা 'ES' যুক্ত হবে না। যেমন --- 

 

1] তারা আপনাকে পছন্দ করে। They like you.

 

2] রিনা টিনা প্রায়ই আমাদের বাড়িতে আসে। Rina and Tina come to our house often. 

 

3] তার বাবা-মা কানাডায় বসবাস করেন। His parents live in Canada. 

 

4] আমি টার সময় অফিসে যাই। I go to the office at 9 O'clock. 

 

Present Indefinite Tense এর নাবাচক বাক্যে এবং প্রশ্নবোধক বাক্যে যদি Subject টা Third person singular number হয় অর্থাৎ Subject টা যদি  I এবং You বাদে একজন ব্যক্তি বা বস্তু হয় তাহলে Does ব্যবহার হবে। এরপর Verb এর সঙ্গে আর 'S' অথবা 'ES' যুক্ত হবে না। যেমন---

 

1] আমার স্বামী আপনাকে পছন্দ করেন না। My husband does not like you.

 

2] আমার স্বামী কি আপনাকে পছন্দ করেন? Does my husband like you?

 

3] রিনা আমাদের বাড়িতে আসে না। Rina does not come to our house. 

 

4] রিনা কি আমাদের বাড়িতে আসে? Does Rina come to our house?

 

5] তিনি টার সময় অফিসে যান না। He does not go to office at 9 O'clock. 

 

6] তিনি কি টার সময় অফিসে যান? Does he go to office at 9 O'clock?

 

কিন্তু Present Indefinite Tense এর নাবাচক বাক্যে এবং প্রশ্নবোধক বাক্যে  যদি Subject টা Third person singular number না হয়ে অন্য কোন Person হয় অর্থাৎ I এবং You সহ একের অধিক ব্যক্তি বা বস্তু হয় তাহলে Do ব্যবহার হবে। যেমন ---

 

1] তারা আপনাকে পছন্দ করে না। They do not like you.

 

2] তারা কি আপনাকে পছন্দ করে? Do they like you?

 

3] রিনা টিনা আমাদের বাড়িতে আসে না। Rina and Tina do not come to our house.

 

4] রিনা টিনা কি আমাদের বাড়িতে আসে? Do Rina and Tina come to our house?


5] আমি টার সময় অফিসে যাই না। I do not go to the office at 9 O’clock.

 

6] আমি কি টার সময় অফিসে যাই? Do I go to the office at 9 O’clock?

 

Do এবং Does এর ব্যবহার ---

 

 

Do

Does

I, We, You, They এবং একের অধিক ব্যক্তি বা বস্তুর সঙ্গে Do ব্যবহার হবে। যেমন ---

 

আমার মেয়েরা  =  My daughters

আপনার বন্ধুরা  = Your friends

তার চাচারা = His uncles

ছেলেগুলো = The boys

মেয়েগুলো  = The girls

রিনা টিনা  = Rina and Tina

কলমগুলো = The pens

বাড়িগুলো  = The houses

He, She, It এবং যে কোন একজন ব্যক্তি বা বস্তুর সঙ্গে  Does ব্যবহার হবে। যেমন ---

 

আমার মেয়ে  = My daughter

তোমার  বন্ধু  = Your friend

তার চাচা = His uncle

ছেলেটা  = The boy  

মেয়েটা  = The girl

রিনা = Rina 

কলমটা  = The pen  

বাড়িটা = The house   

 

Present Indefinite Tense এর

Affirmative Sentence ---- হ্যাঁবাচক বাক্য

 

Subject + Verb 1 + Object (Extension)

 

1] He goes to your office.

 

তিনি আপনার অফিসে যান।

 

2] They meet me in the afternoon.

 

তারা আমার সঙ্গে বিকেলে দেখা করে।

 

3] I talk to him over phone.

 

আমি তার সঙ্গে ফোনে কথা বলি।


4] You eat meat almost every day.

 

তুমি প্রায় প্রতি দিন মাংস খাও।

 

5] My son watches sports on television.

 

আমার ছেলে টিভিতে খেলা দেখে।

 

Negative Sentence ------ নাবাচক বাক্য

 

Subject + don’t / doesn’t + Verb 1 + Object (Extension)

 

1] He doesn’t go to your office.

 

তিনি আপনার অফিসে যান না।

 

2] They don’t meet me in the afternoon.

 

তারা বিকেলে আমার সঙ্গে দেখা করে না।

 

3] I don’t talk to him over phone.

 

আমি তার সঙ্গে ফোনে কথা বলি না।

 

4] You don’t eat meat every day.

 

তুমি প্রতিদিন মাংস খাও না।

 

5] My son doesn’t watch sports on television.

 

আমার ছেলে টিভিতে খেলা দেখে না।

 

 

Interrogative Sentence ---- প্রশ্নবোধক বাক্য

 

Do / Does + Subject + Verb 1 + Object (Extension)

 

1] Does he go to your office?

 

তিনি কি আপনার অফিসে যান?

 

2] Do they meet me in the afternoon?

 

তারা কি বিকেলে আমার সঙ্গে দেখা করে?

 

3] Do I talk to him over phone?

 

আমি কি তার সঙ্গে ফোনে কথা বলি?

 

4] Do you eat meat?

 

তুমি কি মাংস খাও?

 

5] Does my son watch sports on television?

 

আমার ছেলে কি টিভিতে খেলা দেখে?

 

 Negative – Interrogative Sentence --- নাবাচক - প্রশ্নবোধক বাক্য

 

Don’t / Doesn’t + Subject + Verb 1 + Object (Extension)

 

1] Doesn’t he go to your office?

 

তিনি কি আপনার অফিসে যান না?

 

2] Don’t they meet me in the afternoon?

 

তারা কি আমার সঙ্গে বিকেলে দেখা করে না?

 

3] Don’t I talk to him over phone?

 

আমি কি তার সঙ্গে ফোনে কথা বলি না?

 

4] Don’t you eat meat?

 

তুমি কি মাংস খাও না?

 

5] Doesn’t my son watch sports on television?

 

আমার ছেলে কি টিভিতে খেলা দেখে না?

 

 

Present Indefinite Tense এর সাহায্যে বিভিন্ন ধরনের বাক্য গঠন ----

 

1] সে তোমাকে সন্দেহ করে। (হ্যাঁবাচক বাক্য)

He doubts you. / He suspects you.

 

[উপরের বাক্যটিতে Verb টার সঙ্গে 'S' যোগ করা হয়েছে কারণ He হচ্ছে একজন মানুষ অর্থাৎ Third person singular number]

 

                                                                                 

Doubt (ডাউট) = সন্দেহ করা Suspect (সাসপেক্ট) {Verb}

 

2] সে তোমাকে সন্দেহ করে না। (নাবাচক বাক্য)

He doesn’t doubt you. / He doesn’t suspect you.

 

3] সে কি তোমাকে সন্দেহ করে?  (প্রশ্নবোধক বাক্য)

Does he doubt you? / Does he suspect you?

 

4] সে কি তোমাকে সন্দেহ করে না? (নাবাচক - প্রশ্নবোধক বাক্য)

Doesn’t he doubt you? / Doesn’t he suspect you?

 

5] তারা আমাদের সঙ্গে মেলামেশা করে। (হ্যাঁবাচক বাক্য)

They mix with us. / They associate with us.

 

(উপরের বাক্যটিতে Verb টার সঙ্গে 'S' যোগ করা হয় নি কারণ They অর্থাৎ 'তারা' হচ্ছে একের অধিক মানুষ।)

 

 Mix (মিক্স) = মেলামেশা করা Associate (অ্যাশোসিয়েট) {Verb}

 

6] তারা আমাদের সঙ্গে মেলামেশা করে না। (নাবাচক বাক্য)

They don't mix with us. / They don't associate with us.

 

7] তারা কি আমাদের সঙ্গে মেলামেশা করে? (প্রশ্নবোধক বাক্য)

Do they mix with us? / Do they associate with us?

 

8] তারা কি আমাদের সঙ্গে মেলামেশা করে না? (নাবাচক - প্রশ্নবোধক বাক্য)

Don’t they mix with us? / Don’t they associate with us?

 

9] মিনা কি বেশি কথা বলে? (প্রশ্নবোধক বাক্য)

Does Mina talk much?

 

10] মিনা কি বেশি কথা বলে না? (নাবাচক প্রশ্নবোধক বাক্য)

Doesn’t Mina talk much?

 

11] হ্যাঁ, সে বেশি কথা বলে। (হ্যাঁবাচক বাক্য)

Yes, she talks much. 

 

12] না, সে বেশি কথা বলে না। (নাবাচক বাক্য)

No, she doesn't talk much.

 

13] তোমার বড় ভাই কি তোমার পড়াশোনার খরচ বহন করেন?

Does your elder brother bear your education expenses?

 

Bear (বেয়ার) = বহন করা {Verb}

 

Expenses (এক্সপেন্স) = খরচ Expenditure (এক্সপেনডিচার) {Noun}

 

পড়াশোনার খরচ = Education expenses

 

14] তোমার বড় ভাই কি তোমার পড়াশোনার খরচ বহন করেন না

Doesn’t your elder brother bear your education expenses?  

 

15] হ্যাঁ, আমার বড় ভাই আমার পড়াশোনার খরচ বহন করেন। 

Yes, my elder brother bears my education expenses.

 

16] না, আমার বড় ভাই আমার পড়াশোনার খরচ বহন করেন না। 

No, my elder brother doesn’t bear my education expenses.

 

17] আপনি কি কাউকে টাকা ধার দেন?

Do you lend money to someone?

 

Lend (লেন্ড) = ধার দেওয়া, ঋণ দেওয়া Give loan {Verb}

 

18] আপনি কি কাউকে টাকা ধার দেন না?

Don’t you lend money to someone?

 

19] হ্যাঁ, আমি আমার কিছু পরিচিত মানুষদেরকে টাকা ধার দেই।

Yes, I lend money to some of my known persons.

 

20] না, আমি কাউকে টাকা ধার দেই না।

No, I don't lend money to anyone.

 

21] তিনি কি সুনীলের কাছ থেকে টাকা ধার করেন?

Does he borrow money from Sunil?

 

Borrow (বরো) = ধার নেওয়া, ঋণ করা Take loan {Verb}

 

22] বর্তমানে মিজান পারভীন পরস্পরে (নিজেদের মধ্যে) ঝগড়া করে না।

Currently Mizan and Parveen do not quarrel with each other.

 

Quarrel (কোয়ারেল) = ঝগড়া করা {Verb}

 

বর্তমানে = Currently, Presently, At present, Nowadays, These days

 

23] আমি খামোখা / অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করি না।

I do not waste time unnecessarily.


Unnecessarily (আননেসেসারিলি) = খামোখা, অপ্রয়োজনীয়ভাবে {Adverb}

 

Waste (ওয়েস্ট) = নষ্ট করা Spoil (স্পয়েল) {Verb}

 

24] আমরা প্রতি দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠি।

We get up early every day.

 

Get up (গেট আপ) = ঘুম থেকে উঠা (নিজে) {Verb}

 

Wake up (ওয়েক আপ) = ঘুম থেকে উঠানো (অন্য কাউকে) {Verb}

 

25] আমার মা আমাকে প্রতি দিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেন।

My mother wakes me up every morning.

 

Make noise (মেক নয়েজ) = গোলমাল করা {Verb}

 

26] ছেলেগুলো কি ক্লাসে আর গোলমাল করে

Do the boys make noise in the class?

 

27] ছেলেগুলো কি ক্লাসে আর গোলমাল করে না

Don’t the boys make noise in the class?

 

28] হ্যাঁ, তারা মাঝেমাঝে ক্লাসে গোলমাল করে। 

Yes, they make noise in the class sometimes.

 

আর = Any more, Any longer

 

29] না, তারা আর ক্লাসে গোলমাল করে না। 

No, they don't make noise in the class anymore.

 

30] আমি তার কাছে কোন কিছু গোপন করি না।

 I don't hide anything from him (her).

 

Hide (হাইড) = গোপন করা Conceal (কনসিল) {Verb}

 

31] আপনার বোন কি শাড়ী পরেন?

Does your sister wear a sari?

 

Wear (ওয়ার) = পরিধান করা, পোষাক পরা Put on {Verb}

 

32] না, সে শাড়ী পরে না কিন্তু সালোয়ার কামিজ পরে। 

No, she doesn't wear sari but salwar kameez.

 

পড়াশোনা করা = Study, Read {Verb}

 

33] তার ছেলে বিদেশে পড়াশোনা করে।

His son reads abroad. / His son studies abroad.

 

Abroad (অ্যাবরোড) = বিদেশ Overseas {Noun}

 

34] তিনি বর্তমানে ষাট হাজার টাকা বেতন পান।

Currently he draws a salary of 60,000 taka per month.

 

Draw (ড্র) = বেতন পাওয়া, বেতন তোলা {Verb}

 

35] সিএনজি চালিত যানবাহন পরিবেশকে দূষিত করে না। 

CNG driven vehicles do not pollute the environment.

 

সিএনজি চালিত = CNG driven (সিএনজি ড্রিভেন)


Vehicle (ভেইকল) = যানবাহন Transport (ট্রান্সপোর্ট) {Noun}

  

সিএনজি চালিত যানবাহন = CNG driven vehicle / CNG driven transport

 

Pollute (পলুট) = দূষিত করা Contaminate (কন্টামিনেট) {Verb}

 

Pollution (পলিউশন) = দূষণ Contamination (কনটামিনেশন) {Noun}

 

Polluted (পলুটেড) = দূষিত Contaminated (কন্টামিনেটেড) {Adjective)

 

36] খারাপ গুজব গুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।  

Bad rumors spread quickly. 

 

Rumor (রুমার) = গুজব {Noun}

 

Spread (স্প্রেড) = ছড়িয়ে পড়া {Verb}

 

37] আপনার কাজের মেয়েটা এই ঘরটিকে ঠিক মতো ঝাড়ু দেয় না।

Your maid – servant (housekeeper) does not sweep this room properly.

 

কাজের মেয়ে= Maid-servant, Housekeeper {Noun}

 

Remember (রিমেম্বার) = স্মরণ করা Recall (রিকল) {Verb}

 

38] আমি প্রায়ই আপনাকে স্মরণ করি। I remember you often.

 

Feed (ফীড) খাওয়ানো {Verb}; Beggar (বেগার) = ভিক্ষুক, ফকির {Noun}

 

39] আমার মা প্রতি দিন ভিক্ষুকটিকে (ফকিরটিকে) একবেলা খাওয়ান।

 My mother feeds the beggar one time every day. 

 

একবেলা = One time, Once

 

40] আপেল কি বাংলাদেশে জন্মায় / উৎপাদিত হয়?

Do apples grow in Bangladesh?

 

Grow (গ্রো) = জন্মানো, উৎপাদিত হওয়া Produce {Verb}

 

41] আপেল কি বাংলাদেশে জন্মায় না / উৎপাদিত হয় না

Don’t apples grow in Bangladesh?

 

42] না, আপেল বাংলাদেশে জন্মায় না / উৎপাদিত হয় না।

No, apples don’t grow in Bangladesh?

 

43] আম বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মায় / উৎপাদিত হয়। 

Mangoes grow in plenty in Bangladesh. প্রচুর পরিমাণে = In plenty

 

44] মহিলাটি নির্মমভাবে তার ছোট কাজের মেয়েটিকে মারধর করেন।

The woman brutally beats her young housekeeper (maid-servant).

 

Beat (বিট) মারা, মারধোর করা {Verb}

 

নির্মম = Brutal (ব্রুটাল), Cruel (ক্রয়েল), Savage (স্যাভেজ) {Adjective}

   

নির্মমভাবে = Brutally (ব্রুটালি), Cruelly (ক্রয়েললি), Savagely (স্যাভেজলি) {Adverb}

 

Keep in touch (কিপ ইন টাচ) = যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা {Verb}

 

45] আপনি কি বর্তমানে তার সঙ্গে যোগাযোগ রাখেন?

Do you keep in touch with him (her) now?

 

46] না, আমি তার সঙ্গে যোগাযোগ রাখি না।

No, I don't keep in touch with him (her).


 

Present Indefinite Tense এবং Present Continuous Tense এর মধ্যে পার্থক্য ----   

 

 

Present Indefinite Tense

যে কাজগুলো আমাদের অভ্যাস।

Present Continuous Tense

যে কাজগুলো আমরা এখন করছি অর্থাৎ যে কাজগুলো এখন চলমান অবস্থায় আছে।

1] আমি ভাত খাই।

 I eat rice.

1] আমি ভাত খাচ্ছি / খাইতেছি।

 I am eating rice.

2] আমি ভাত খাই না।

 I don't eat rice.

2] আমি ভাত খাচ্ছি না / খাইতেছি না। I am not eating rice.

3] আমি কি ভাত খাই

Do I eat rice?

3] আমি কি ভাত খাচ্ছি / খাইতেছি? Am I eating rice?

4] আমি কি ভাত খাই না

Don’t I eat rice?

4] আমি কি ভাত খাচ্ছি না / খাইতেছি না?  Amn’t I eating rice?

 

Present Indefinite Tense

যে কাজগুলো আমাদের অভ্যাস।

Present Continuous Tense

যে কাজগুলো আমরা এখন করছি অর্থাৎ যে কাজগুলো এখন চলমান অবস্থায় আছে।

1] তিনি নয়টার সময় অফিসে যান। He goes to the office at 9 am.

1] তিনি এখন অফিসে যাচ্ছেন / যাইতেছেন। He is going to the office now.

2] তিনি নয়টার সময় অফিসে যান না। He doesn’t go to the office at 9 am.

2] তিনি এখন অফিসে যাচ্ছেন না / যাইতেছেন না। He isn't going to the office now.

3] তিনি কি নয়টার সময় অফিসে যান? Does he go to the office at 9 am?

3] তিনি কি এখন অফিসে যাচ্ছেন / যাইতেছেন?  Is he going to the office now?

4] তিনি কি নয়টার সময় অফিসে যান না? Doesn’t he go to the office at 9 am?

4] তিনি কি এখন অফিসে যাচ্ছেন না / যাইতেছেন না?  Isn't he going to the office now?

Present Indefinite Tense

যে কাজগুলো আমাদের অভ্যাস।

Present Continuous Tense

যে কাজগুলো আমরা এখন করছি অর্থাৎ যে কাজগুলো এখন চলমান অবস্থায় আছে। 

 

 

 

 

1] ছেলেটা ইংরেজি শিখে। 

The boy learns English.

1] ছেলেটা ইংরেজি শিখছে / শিখিতেছে। 

The boy is learning English.

2] ছেলেটা ইংরেজি শিখে না।  

The boy doesn't learn English.  

2] ছেলেটা ইংরেজি শিখছে না / শিখিতেছে না। 

The boy isn’t learning English.

3]  ছেলেটা কি ইংরেজি শিখে?  

Does the boy learn English?

3] ছেলেটা কি ইংরেজি শিখছে / শিখিতেছে?  

Is the boy learning English?

4] ছেলেটা কি ইংরেজি শিখে না? Doesn't the boy learn English?

4] ছেলেটা কি ইংরেজি শিখছে না / শিখিতেছে না? Isn't the boy learning English?

 

 

Present Indefinite Tense

Present Continuous Tense

1] ছেলেগুলো ইংরেজি শিখে।  

The boys learn English.

1] ছেলেগুলো ইংরেজি শিখছে / শিখিতেছে। The boys are learning English.

2] ছেলেগুলো ইংরেজি শিখে না। 

The boys don't learn English.  

2] ছেলেগুলো ইংরেজি শিখছে না / শিখিতেছে না। The boys aren't learning English.

3] ছেলেগুলো কি ইংরেজি শিখে

Do the boys learn English?

3] ছেলেগুলো কি ইংরেজি শিখছে / শিখিতেছে? Are the boys learning English?

4] ছেলেগুলো কি ইংরেজি শিখে না? Don't the boys learn English? 

4] ছেলেগুলো কি ইংরেজি শিখছে না / শিখিতেছে না?  Aren't the boys learning English?

 




Post a Comment (0)
Previous Post Next Post