This important note was written by Syed Woares
উচিত ছিলো = Subject + Should + Have + Verb 3
বাংলা কোন বাক্যে উচিত ছিলো থাকলে Should + have + verb 3 ব্যবহার হবে। যেমন ---
আমার গতকাল বনানী যাওয়া উচিত ছিলো। I should have gone to Banani yesterday.
Affirmative Sentence --- হ্যাঁবাচক বাক্য
Subject + Should + Have + Verb 3 + Object (Extension)
1] He should have written the letter last week.
তার গত সপ্তাহে চিঠিটা লেখা উচিত ছিলো।
2] They should have seen the movie.
তাদের সিনেমাটা দেখা উচিত ছিলো।
Negative Sentence ---- নাবাচক বাক্য
Subject + Should not (Shouldn’t) + Have + Verb 3 + Object (Extension)
1] You should not have lied.
আপনার মিথ্যে কথা বলা উচিত ছিলো না।
2] I should not have lost the money.
আমার টাকাটা হারানো উচিত ছিলো না।
Interrogative Sentence ----- প্রশ্নবোধক বাক্য
Should + Subject + Have + Verb 3 + Object (Extension)
1] Should you have done this work?
আপনার কি এই কাজটি করা উচিত ছিলো?
2] Should I have given him the money?
আমার কি তাকে টাকাটা দেওয়া উচিত ছিলো?
Negative - Interrogative Sentence ---- নাবাচক - প্রশ্নবোধক বাক্য
Shouldn’t + Subject + Have + Verb 3 + Object (Extension)
1] Shouldn’t she have worn the new sari?
তার কি নতুন শাড়িটা পরা উচিত ছিলো না?
2] Shouldn’t Sunil have reached the office one hour earlier?
সুনীলের কি এক ঘন্টা আগে অফিসে পৌঁছানো উচিত ছিলো না?
উচিত ছিলো দিয়ে কিছু বাক্য গঠন----
1] পুলিশের উচিত ছিলো লোকগুলোকে ছেড়ে দেওয়া। The police should have released the people.
Release (রিলিজ) = ছেড়ে দেওয়া {Verb}
Release (রিলিজ) - Released (রিলিজ ) Released (রিলিজড)
2] আপনার উচিত ছিলো না মিঃ রাজুর মতো একজন হাতুড়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা। You shouldn't have consulted a quack like Mr. Raju.
মতো, প্রতিরুপ
= Like (Preposition); পছন্দ করা = Like (Verb)
Quack (কোয়াক) = হাতুড়ে ডাক্তার Fake doctor {Verb}
Consult
(কনসাল্ট) পরামর্শ করা Discuss (ডিসকাস) {Verb}
Consult (কনসাল্ট) - Consulted (কনসালটেড) - Consulted (কনসালটেড)
Discuss (ডিসকাস) - Discussed (ডিসকাসড) - Discussed (ডিসকাসড)
3] পুলিশের উচিত ছিলো ছিনতাইকারীগুলিকে ধরা। The police should have caught the muggers.
Mugger (মাগার) = ছিনতাইকারী Snatcher (স্ন্যাচার), Hijacker (হাইজ্যাকার)
Catch (ক্যাচ) = ধরা {Verb}; Catch (ক্যাচ) – Caught (কট) - Caught (কট)
4] আমার কি লোকটার সঙ্গে ছলনা করা / ভণিতা করা উচিত ছিলো? Should I have pretended with the man?
Pretend (প্রিটেন্ড) ছলনা করা, ভণিতা করা, ঢঙ করা {Verb}
Pretend (প্রিটেন্ড) - Pretended (প্রিটেনডেড) - Pretended (প্রিটেনডেড)
5] আমাদের উচিত ছিলো অফিসের বাইরে অনুষ্ঠানটি সংগঠিত করা। We should have organized the event outside the office.
Organize (অরগানাইজ) = সংগঠিত করা Mobilize (মোবিলাইজ) {Verb}
Organize (অরগানাইজ) - Organized (অরগানাইজড) - Organized (অরগানাইজড)
Mobilize (মোবিলাইজ) - Mobilized (মোবিলাইজড) - Mobilized (মোবিলাইজড)
6] তার এইরকম খারাপ অবস্থার মধ্যে পড়া উচিত ছিলো না। He should not have fallen in such a bad situation.
Fall (ফল) = পড়ে যাওয়া {Verb}
Fall (ফল) – Fell (ফেল) – Fallen (ফলেন)
7] তাদের কাজটার প্রতি আরও মনোযোগী হওয়া উচিত ছিলো। They should have been more attentive to the work.
Attentive (অ্যাটেনটিভ) = মনোযোগী {Adjective}
Be attentive = মনোযোগী হওয়া {Verb}; Be – Was /Were - Been
8] প্রধানমন্ত্রীর উচিত ছিলো অসৎ মন্ত্রীদেরকে মন্ত্রীসভা থেকে অপসারিত করা / হটিয়ে দেওয়া। The Prime Minister should have sacked the corrupt ministers from the cabinet.
অপসারিত করা = Sack (স্যাক), Purge (পারজ), Dismiss (ডিসমিস) {Verb}
Sack (স্যাক) - Sack (স্যাকড) - Sack (স্যাকড)
The cabinet (দা ক্যাবিনেট) = মন্ত্রীসভা {Noun}
Corrupt (করাপ্ট) = দূর্নীতিবাজ, অসৎ Dishonest (ডিসঅনেস্ট) {Adjective}
9] আপনার লোকটাকে চড় মারা উচিত ছিলো। You should have slapped the man (person).
Slap (স্লাপ) = চড় মারা Smack (স্ম্যাক) {Verb}
Slap (স্লাপ) - Slapped (স্লাপড) - Slapped (স্লাপড)
10] তার নিজের গোঁফটাকে ছেঁটে ফেলা উচিত ছিলো। He should have trimmed his own mustache.
Trim (ট্রিম) = ছেঁটে ফেলা {Verb}
Trim (ট্রিম) - Trimmed (ট্রিমড) = Trimmed (ট্রিমড)
Mustache (মুশটাচ) = গোঁফ {Noun}
Beard (বিয়ারড) = দাড়ি {Noun}; Bearded (বিয়ারডেড) = দাড়িওয়ালা {Adj}
Man (ম্যান) = একজন পুরুষ মানুষ {Singular}
Men (মেন) অনেক পুরুষ মানুষ {Plural}
Woman (ওম্যান) = একজন নারী {Singular}
Women (উইমেন) = অনেক নারী {Plural}
11] পুলিশের কেবলমাত্র / শুধুমাত্র দাড়িওয়ালা লোকদেরকে সন্দেহ করা উচিত ছিলো না। The police should not have suspected only bearded men.
Suspect (সাসপেক্ট) = সন্দেহ করা Doubt (ডাউট) {Verb}
Suspect (সাসপেক্ট) – Suspected (সাসপেক্টেড) – Suspected (সাসপেক্টেড)
Doubt (ডাউট) – Doubted (ডাউটেড) - Doubted (ডাউটেড)
12] সরকারের উচিত ছিলো খরা পীড়িত মানুষদেরকে ক্ষতিপূরণ দেওয়া। The government should have compensated the drought- affected people.
Compensate (কমপেনসেট) = ক্ষতিপূরণ দেওয়া {Verb}
Compensate (কমপেনসেট) - Compensated (কমপেনসেটেড) - Compensated (কমপেনসেটেড)
Compensation (কমপেনসেশন) = ক্ষতিপূরণ {Noun}
Drought (ড্রাউট) = খরা {Noun}
Drought- affected people = খরা পীড়িত মানুষজন
13] তোমার তামাশার পাত্র হওয়া উচিত ছিলো না। You should not have been a stooge.
Stooge = তামাশার পাত্র, তাবেদার, হাতের পুতুল Puppet (পাপেট) {Noun}
আপনার নিজের চুলটাকে ভালোভাবে আঁচড়ানো উচিত ছিলো। You should have combed your own hair properly.
Comb (কোম) = চুল আঁচড়ানো {Verb}
Comb (কোম) - Combed (কোমড) - Combed (কোমড)
14] তার এত প্যাঁচাল পাড়া উচিত ছিলো না।
He should not have talked much.
15] তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার আগে এই সরকারের উচিত ছিলো একটি গণভোটের আয়োজন করা। This government should have arranged a referendum before abolishing the caretaker government system.
Referendum (রেফারেন্ডাম) = গণভোট {Noun}
Abolish (অ্যাবোলিস) = বিলোপ করা, বিলুপ্ত করা {Verb}
Arrange = আয়োজন করা {Verb}
Arranged – Arranged – Arranged
Please visit my YouTube Channel: https://www.youtube.com/channel/UCk0mZrqw8tIcYcqmvh2EcBg