Conversation with students (Spoken English) ---- ছাত্র - ছাত্রী সঙ্গে সংলাপ / কথাবার্তা

 

Conversation with students --- ছাত্র - ছাত্রী সঙ্গে সংলাপ / কথাবার্তা

 

তোমার নাম কি? What is your name?

 

আমি কি তোমার নাম জানতে পারি? May I know your name please?

 

আমার নাম রিনা। I am Rina. / My name is Rina.

 

তোমার বয়স কত? How old are you?

 

আমার বয়স ১৫ বছর। I am 15 years old.

 

তুমি কোন ক্লাসে পড়ো? In which class do you read / study?

 

আমি ক্লাস নাইন পড়ি। I read / study in class nine.

 

তুমি কি কমার্স নাকি কলা বিভাগের ছাত্রী? Are you a student of Commerce or Arts? / Are you a commerce or an arts student?

 

আমি কলা বিভাগের ছাত্রী। I am an arts student.

 

তোমার বাবা কি করেন? What is your father (dad)?

 

তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। He works (serves) in a private 

 concern (company).  

 

Concern (কনসার্ন) = প্রতিষ্ঠান, উদ্বেগ {Noun}

 

প্রতিষ্ঠান = Concern, Company, Organization (Noun)

 

চাকরি করা = Work, Serve {Verb}

 

তোমার মা কি করেন? What is your mother (mom)?

 

তিনি একজন গৃহিণী। She is a home-maker (house-wife).

 

গৃহিণী = Home-maker, House-wife (Noun)

 

তোমার কতগুলো / কয়জন ভাই আছে? How many brothers do you have?

 

আমার তিনটি ভাই আছে। I have three brothers.

 

তারা সবাই আমার থেকে বড়। All of them are senior to me.  / All of them are older than me.

 

তোমরা কয় বোন? How many sisters are you?

 

আমরা চার বোন। We are four sisters.

 

তোমার কতগুলো / কয়জন বোন আছে? How many sisters do you have?

 

আমার তিনটি বোন আছে। I have three sisters.

 

তুমি কখন এবং কোথায় খেলো? When and where do you play?

 

আমি বিকেলে মাঠে খেলি। I play on the field in the afternoon.

 

সামনে = In front of

 

এই খেলার মাঠটা আমাদের বাড়ির সামনে। This playground (field) is in front of our house. 

 

খেলার মাঠ = Playground, Field (Noun)

 

তোমার কি কোন প্রিয় বান্ধবী আছে? Do have any girl friend?

 

হ্যাঁ, সুমি আমার প্রিয় বান্ধবী। Yes, Sumi is my favourite (favorite) girldfriend.

 

তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? Do you love your family?

 

হ্যাঁ, আমি কেবলমাত্র আমার পরিবারকেই ভালোবাসি না, আমি আমার দেশকে ভালোবাসি। Yes, I love not only my family but also my country.

 

তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? Whom do you love the most?

 

আমি আমার বাবা-মাকে সবচেয়ে / সবথেকে বেশি ভালোবাসি। I love my parents the most. 

 

এই ধরনের = Such, This type of

 

এই ধরনের দৃষ্টিভঙ্গি তোমাকে একজন আদর্শ মানুষ বানাবে। Such outlook will make you an ideal person. 

 

আদর্শ=Ideal (আইডিয়াল) {Adjective}

 

দৃষ্টিভঙ্গি = Outlook (আউটলুক), Attitude (এ্যাটিচিউড), Approach (এ্যাপ্রোচ) {Noun}

 

তোমার আসল নাম কি? What is your real name?

 

আমার আসল নাম রবিউল ইসলাম। I am Rabiul Islam. / My name is Rabiul Islam.

 

রবিউল তুমি কি করো? What do you do Rabiul?

 

চাচা, আমি পড়াশোনা করি। Uncle, I am a student. / I study, uncle.

 

তুমি কোন ক্লাসে পড়ো? In which class do you read / study?

 

আমি ক্লাস টেনে পড়ি। I read / study in class ten.

 

তুমি কোন স্কুলে পড়ো? In which school do you read (study)?

 

আমি আইডিয়াল স্কুলে পড়ি। I read in Ideal School.

 

তুমি কতদিন ধরে এই স্কুলে পড়ছো / পড়িতেছো? How long have you been reading (studying) in this school? / For how long have you been in this school?  

 

কতদিন ধরে = How long

 

আমি গত সাত বছর ধরে এই স্কুলে পড়ছি/ পড়িতেছি। I have been reading (studying) in this school for seven years.  

 

কতদূরে = How far

 

তোমার বাড়ি থেকে তোমার স্কুল কতদূরে? How far is your school from your house (residence)?  

 

বাড়ি = Residence (রেসিডেন্স), House, Home {Noun}

 

প্রায় = Nearly, Around, About, Almost, Approximately, Roughly (রাফলি) {Adverb}

 

আমার স্কুল আমার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। My school is nearly 3 KM far from my house (residence).

 

তোমার স্কুল কখন শুরু হয়? When does your school open?

 

আমার স্কুল সকাল ১০ টায় শুরু হয়। Our school opens at 10 am.

 

তুমি তোমার বাড়ি থেকে স্কুল যাবার জন্য কয়টার সময় রওনা দাও? When do you start from your home to go to school? / What time do you leave home to go to school?

 

আমি নয়টার সময় রওনা দেই। I start at 9 am. / I start at 9 O’clock.

 

তুমি কিভাবে স্কুলে যাও - পায়ে হেঁটে নাকি বাসে করে? How do you go to school by walking or by bus? 

 

পায়ে হেঁটে = By walking, On foot

 

আমি কখনও কখনও (মাঝেমাঝে) হেঁটে যাই আবার কখনও কখনও বাসে করেও যাই। Sometimes I go by walking and sometimes I go by bus.

 

তোমাদের স্কুল কখন বন্ধ হয়? When does your close?

 

আমাদের স্কুল তিনটের সময় ছুটি হয়। Our school closes at 3 pm.

 

তোমাদের স্কুলে কতজন ছাত্র আছে? How many students are there in your school?

 

আমাদের স্কুলে প্রায় ৫০০ ছাত্র আছে। There are around / roughly 500 students in our school

 

তোমাদের স্কুলের অধ্যক্ষ কে? Who is the principal of your school?

 

মিঃ জাহিদ খান আমাদের স্কুলের অধ্যক্ষ। Mr. Zahid Khan is the principal of our school.

 

কোন বিষয়টি তোমার সবচেয়ে প্রিয়। Which is your favourite subject?

 

অঙ্ক আমার সবথেকে বেশি ভালো লাগে। My favourite subject is Math.

 

আমি মনে করি অঙ্ক খুব মজার একটি বিষয়। I think Mathematics (Math) is a very 

interesting subject.  

 

ভক্ত / অনুরাগী = Fond of, Fan of

 

তোমার প্রিয় খেলা কোনটি? What is your favourite game?

 

আমি ফুটবলের খুব ভক্ত / অনুরাগী। I am fond of (fan of) football.

 

তোমার শখ / হবি কি? What is your hobby?

 

ডাকটিকিট সংগ্রহ করা আমার শখ / হবি। Stamp collection (Philately) is my hobby. 

 

ডাকটিকিট সংগ্রহ = Stamp collection, Philately (ফিলাটেলি) 

 

তুমি দীর্ঘজীবী হও। May you live long.

 

 

Spoken English

 

 

 



                 
               

Post a Comment (0)
Previous Post Next Post